• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ আটক ১ বিএনপির দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চেয়ারপার্সন এর দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান। টার্গেট কিলিংয়ের ছায়ায় রাজনীতি: গুলির নিশানায় নেতৃত্ব, প্রশ্নের মুখে রাষ্ট্র! বরিশাল বেলস পার্ক এলাকায় ছিনতাই, এক ছিনতাইকারী আটক; পুলিশের তৎপরতায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি অসুস্থ ফটো সাংবাদিক আশরাফ সুমন: সহকর্মীদের দোয়া ও সহমর্মিতায় ভরসা নির্ধারিত ম্যাপ উপেক্ষা করে খাল খনন, বরিশালের চরকাউয়ায় বিএডিসির সেচ প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট ঢাকা যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সম্পদ বিবরণী না দেওয়ায় দুদকের মামলায় বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ কুয়াকাটায় গলাকাটা মরদেহ উদ্ধার!

বরিশাল বেলস পার্ক এলাকায় ছিনতাই, এক ছিনতাইকারী আটক; পুলিশের তৎপরতায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ডেস্ক নিউজ: বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় ঘুরতে এসে দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কেডিসি এলাকায় এক সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে মোবাইল ফোন ফেরত দিলেও নগদ টাকা ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা এবং ঘটনা জানালে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার পর ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত অভিযান চালায়। ধাওয়ার সময় ছিনতাইকারী চক্র পুলিশের ওপর হামলা করলে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হন। এ সময় একজন ছিনতাইকারীকে আটক করা হয়, তবে অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ বিনোদন এলাকায় এ ধরনের ঘটনায় শিক্ষার্থীসহ সকল দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পুলিশের দ্রুত ও সাহসী অভিযানে অনেকটাই স্বস্তি ফিরেছে। বিশেষ করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ফাঁড়ির প্রতিটি পুলিশ সদস্য বরিশালের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের নিয়মিত টহল, তাৎক্ষণিক সাড়া এবং পেশাদার আচরণ ইতোমধ্যে নগরবাসীর কাছে প্রশংসা, দোয়া, ভালোবাসা ও আস্থার জায়গা তৈরি করেছে।

এ বিষয়ে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিম বলেন, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. আল মামুন-উল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে।”
নগরবাসী আশা করছেন, পুলিশের এমন তৎপরতা ও ধারাবাহিক অভিযানে বেলস পার্কসহ পুরো বরিশাল নগরী আরও নিরাপদ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/