নিজস্ব প্রতিবেদক: ৪ সেপ্টেম্বর ২০২৫:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন বিসিসি’র ২৯নং ওয়ার্ডের লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় আল-আমিন জামে মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রাকিব হোসেনের নেতৃত্বে এএসআই মো. কবির হোসেন, কনস্টেবল রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা ও মোজাম্মেল হক সমন্বয়ে গঠিত আভিযানিক টিম অভিযান চালায়। এ সময় মো. ফারদিন মিয়া (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন আলেকান্দা এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার হেফাজত থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ফারদিন মিয়ার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
https://slotbet.online/