• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ আটক ১ বিএনপির দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চেয়ারপার্সন এর দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান। টার্গেট কিলিংয়ের ছায়ায় রাজনীতি: গুলির নিশানায় নেতৃত্ব, প্রশ্নের মুখে রাষ্ট্র! বরিশাল বেলস পার্ক এলাকায় ছিনতাই, এক ছিনতাইকারী আটক; পুলিশের তৎপরতায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি অসুস্থ ফটো সাংবাদিক আশরাফ সুমন: সহকর্মীদের দোয়া ও সহমর্মিতায় ভরসা নির্ধারিত ম্যাপ উপেক্ষা করে খাল খনন, বরিশালের চরকাউয়ায় বিএডিসির সেচ প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট ঢাকা যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সম্পদ বিবরণী না দেওয়ায় দুদকের মামলায় বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ কুয়াকাটায় গলাকাটা মরদেহ উদ্ধার!

অসুস্থ ফটো সাংবাদিক আশরাফ সুমন: সহকর্মীদের দোয়া ও সহমর্মিতায় ভরসা

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সহকর্মীর জীবনের সংকট মুহূর্তে পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন দৈনিক আজকের সুন্দরবনের সহ নির্বাহী সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ। গুরুতর অসুস্থ দৈনিক শাহনামার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আশরাফ সুমনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি একটি আবেগপূর্ণ বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই পোস্টে আসাদুজ্জামান শেখ জানান, সাংবাদিক আশরাফ সুমন বর্তমানে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলার পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থতার খবর পাওয়ার পরপরই সহকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে যান আসাদুজ্জামান শেখ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংবাদিক মিরাজ, তানভীর আহমেদ অভি, শাওন ও সোহাগ। তারা হাসপাতালে গিয়ে সুমনের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান।
ফেসবুক পোস্টে সহ নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান শেখ লেখেন, একজন মিডিয়া কর্মীর বিপদে অন্য একজন মিডিয়া কর্মীর পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি পেশাগত নৈতিকতারও অংশ। পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য থাকলে গণমাধ্যম আরও শক্তিশালী ও দায়িত্বশীল হয়ে উঠবে বলেও তিনি মত প্রকাশ করেন।
তিনি সবার উদ্দেশে দোয়া চেয়ে বলেন, আল্লাহর অশেষ রহমতে যেন আশরাফ সুমন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
দীর্ঘদিন ধরে একজন পেশাদার ফটো সাংবাদিক হিসেবে মোঃ আশরাফ সুমন নিষ্ঠা, সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে বরিশালের সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সুমনের সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। সবার প্রত্যাশা, দ্রুত আরোগ্য লাভ করে তিনি আবারও ক্যামেরা হাতে সংবাদ সংগ্রহের মাঠে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/