• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ আটক ১ বিএনপির দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চেয়ারপার্সন এর দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান। টার্গেট কিলিংয়ের ছায়ায় রাজনীতি: গুলির নিশানায় নেতৃত্ব, প্রশ্নের মুখে রাষ্ট্র! বরিশাল বেলস পার্ক এলাকায় ছিনতাই, এক ছিনতাইকারী আটক; পুলিশের তৎপরতায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি অসুস্থ ফটো সাংবাদিক আশরাফ সুমন: সহকর্মীদের দোয়া ও সহমর্মিতায় ভরসা নির্ধারিত ম্যাপ উপেক্ষা করে খাল খনন, বরিশালের চরকাউয়ায় বিএডিসির সেচ প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট ঢাকা যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সম্পদ বিবরণী না দেওয়ায় দুদকের মামলায় বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ কুয়াকাটায় গলাকাটা মরদেহ উদ্ধার!

ডাকসু নির্বাচনে সব দলই কারচুপির অভিযোগ করেছে: আসাদুজ্জামান রিপন।

প্রতিনিধি / ২৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া কোনো দলই কারচুপির অভিযোগ থেকে বিরত থাকেনি। এমনকি বিজয়ী সংগঠন ছাত্রশিবিরও অনিয়মের অভিযোগ তুলেছে।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নদীভাঙন রোধে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপন বলেন, “আগে যারা নির্বাচনে হারত, তারা অভিযোগ করত। কিন্তু এবার এ টু জেড সব প্যানেলই ভোট কারচুপির কথা বলেছে। ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী, বৈষম্যবিরোধী—সবার একই বক্তব্য। সুতরাং এটা স্পষ্ট, এই নির্বাচন নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।”

জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “ডাকসু, জাকসু বা চাকসুর ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না। জাতীয় নির্বাচন এখন শুরু হয়েছে। সেখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।”

নদীভাঙন প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, টঙ্গিবাড়ী ও লৌহজং সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ এলাকা। ইতিমধ্যেই লৌহজংয়ের তিনটি ইউনিয়ন ও টঙ্গিবাড়ীর অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও লুটপাটই নদীভাঙনের অন্যতম কারণ। “যারা দলের নাম ভাঙিয়ে অবৈধ বালু ব্যবসা করছে, তারা যত বড় নেতা হোক না কেন, ছাড় দেওয়া হবে না,” যোগ করেন তিনি।

মানববন্ধনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক শাহ আলম হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উল্লাহ খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/