• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভুল চিকিৎসার অভিযোগ নির্ধারণের এখতিয়ার একমাত্র বিএমডিসির। ভুল চিকিৎসা নয়, ঔষধের বিরল রিঅ্যাকশনে অসুস্থ শিক্ষার্থী। ডা: ইকবাল হোসেন আমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বারিশাল মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন। জিয়া সাংস্কৃতিক সংগঠন বরিশাল জেলার কমিটি অনুমোদন। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের প্রতিবাদ। সরকারী নিয়মভঙ্গ করে শিক্ষকের মাদ্রাসা বাণিজ্য!! সংবাদ প্রকাশের পর দৌড়ঝাপ শুরু ব্যাংক ম্যানেজার জসিমের!! বরিশাল প্রবাসী কল্যাণ ব্যাংকে জাল তথ্য দিয়ে লোন: দায় এড়াতে সেকেন্ড অফিসারকে ফাঁসানোর অভিযোগ!! আদালতের শোকজ নোটিশের মুখে সিলেটের ডিসি সারওয়ার আলম।

ডাকসু নির্বাচনে সব দলই কারচুপির অভিযোগ করেছে: আসাদুজ্জামান রিপন।

প্রতিনিধি / ১৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া কোনো দলই কারচুপির অভিযোগ থেকে বিরত থাকেনি। এমনকি বিজয়ী সংগঠন ছাত্রশিবিরও অনিয়মের অভিযোগ তুলেছে।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নদীভাঙন রোধে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপন বলেন, “আগে যারা নির্বাচনে হারত, তারা অভিযোগ করত। কিন্তু এবার এ টু জেড সব প্যানেলই ভোট কারচুপির কথা বলেছে। ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী, বৈষম্যবিরোধী—সবার একই বক্তব্য। সুতরাং এটা স্পষ্ট, এই নির্বাচন নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।”

জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “ডাকসু, জাকসু বা চাকসুর ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না। জাতীয় নির্বাচন এখন শুরু হয়েছে। সেখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।”

নদীভাঙন প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, টঙ্গিবাড়ী ও লৌহজং সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ এলাকা। ইতিমধ্যেই লৌহজংয়ের তিনটি ইউনিয়ন ও টঙ্গিবাড়ীর অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও লুটপাটই নদীভাঙনের অন্যতম কারণ। “যারা দলের নাম ভাঙিয়ে অবৈধ বালু ব্যবসা করছে, তারা যত বড় নেতা হোক না কেন, ছাড় দেওয়া হবে না,” যোগ করেন তিনি।

মানববন্ধনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক শাহ আলম হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উল্লাহ খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/