• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সাংবাদিকের বাসায় জোরপূর্বক প্রবেশ: পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী পরাগের বিরুদ্ধে ভয়–ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ। বাবুগঞ্জে এলসিএস প্রকল্প ‘সানজিদার ব্যক্তিগত দখলে : ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি ও কোটি টাকার কেলেঙ্কারিতে এলাকাজুড়ে ক্ষোভ। নতুন নেতৃত্বে চার বিভাগ — বদলে গেল বরিশাল প্রশাসনের চিত্র। দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার। নতুন রূপে শের-ই-বাংলা মেডিকেল — উদ্বোধন হলো ২২টি আধুনিক কেবিন। বিএনপির প্রথম দফা প্রার্থী তালিকায় বরিশাল বিভাগে ১৬ জন ক্যামেরা লেন্সই তার ভাষা — বরিশালের তরুণ ফটোগ্রাফার অর্নব দত্তর সাফল্যের গল্প। ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩ : কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা। সরকারি চাকরিতে থেকেই নির্বাচনী প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগে বিতর্কে শিক্ষক ঈষিতা দে রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এর কাছে চাঁদাদাবি, আটক দুই!

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক: বরিশালে ভুয়া সাংবাদিক সেজে এক স্কুলশিক্ষককে জিম্মি করে চাঁদা দাবি করার সময় হাতেনাতে আটক হয়েছে দুই যুবক। মঙ্গলবার দুপুরে নগরীর বেলস পার্ক এলাকা থেকে বরিশালের মূলধারার গণমাধ্যমকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা হলো— মারুফ ও রাসেল। তাদের মধ্যে মারুফ নিজেকে ঢাকাভিত্তিক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দেন, আর রাসেল স্থানীয় সাংবাদিক সেজে চাঁদা দাবি করছিলেন।
ভুক্তভোগী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মার্টিন সৌরভ চৌধুরী জানান, অভিযুক্তরা তার বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ তুলে ভয় দেখিয়ে টাকা দাবি করে। সমঝোতার নামে বেলস পার্ক এলাকায় ডাকা হলে মূলধারার সাংবাদিকরা উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।
অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটির সদস্য খান রুবেল বলেন, “কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি করে পেশাটিকে কলঙ্কিত করছে। তাদের বিরুদ্ধে এখন আমরা ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিচ্ছি।”
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জানান, “এটা আমাদের প্রথম অ্যাকশন। যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “দুজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ভুক্তভোগীদের দাবি, মারুফ-রাসেল চক্রের আরও ১০-১২ জন সদস্য রয়েছে, যারা ফেসবুক ও ভুয়া পত্রিকার বুম হাতে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/