বরিশাল, ২৭ সেপ্টেম্বর : আগামীকাল মহা ষষ্ঠী থেকে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) নগরীর বিভিন্ন পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করেছে।
নগরীর কাউনিয়া থানা এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম। গত শুক্রবার রাতে তিনি স্থানীয় লোকনাথ মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত, পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিনির্ভরসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি, এবারের দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন।
কাউনিয়া প্রধান সড়ক এলাকার লোকনাথ মন্দিরের সেক্রেটারি সুব্রত সিকদার বিদ্যুৎ জানান, “পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সার্বিক পরিস্থিতিও অনুকূলে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও মোতায়েন থাকবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল চলমান। প্রযুক্তিগত দিক থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
বারিশাল মেট্রোপলিটন পুলিশের এসব প্রস্তুতি নগরীতে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করছে।
https://slotbet.online/